শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ফেডারেল সংস্থার 

তথ্যভা-ারে  প্রবেশের সুযোগ পেলো ডোজ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যভা-ারে  প্রবেশের সুযোগ পেলো ডোজ

ছবি: সংগৃহীত

ইলন মাস্ক এবং ডোজের কর্মকর্তারা ৭টি ফেডারেল সংস্থার সংবেদনশীল তথ্যভা-ারে প্রবেশ করতে পারবে বলে আদেশ দিয়েছেন ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক তানিয়া চাটক্যান। ডোজের প্রবেশাধিকার স্থগিত করতে কয়েকটি স্টেইটের অ্যাটর্নি জেনারেলদের করা মামলা খারিজ করে দেন তিনি। ওয়াশিংটন ডিসির ডিসট্রিক্ট কোর্টের বিচারক তানিয়া চাটক্যান ফেডারেল তথ্যভা-ারে ডোজের প্রবেশাধিকার স্থগিতের আদেশের জন্য ১৪টি স্টেইটের ডেমোক্র্যাটিক এটর্নি জেনারেলদের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

এতে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডোজের, ৭টি ফেডারেল সংস্থার সংবেদনশীল তথ্যভা-ারে প্রবেশ করতে আর কোনো বাধা থাকলো না।
অ্যাটর্নি জেনারেলদের মামলায়, ‘অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ না দেয়া হলে সামনের দিনে স্টেইটগুলোর অপূরণীয় ক্ষতি হবে--এই শঙ্কার পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে মামলাটি খারিজ করে দেন বিচারক।
তবে বিচারক আরো ইঙ্গিত দিয়েছেন, ‘মাস্ক’ ডোজের কেউ না, ট্রাম্প প্রশাসনের এমন বিবৃতি নিয়ে তারও সন্দেহ আছে।
তবে এরই মধ্যে ‘ডোজে’র নেয়া বিভিন্ন পদক্ষেপের পক্ষে-বিপক্ষে শুরু হয়েছে আলোচনা। ডোজ খরচ কমাবে কেউ কেউ এমন আশা রাখলেও, অনেকে ধারণা করছেন, ডোজের মাধ্যমে ফেডারেল সরকারকে ধ্বংস করা হবে।
সরকারি ব্যয় সংকোচনের নামে ডোজের গণছাঁটাই ফেডারেল সরকারকে ‘ধ্বংস’ করার প্রচেষ্টার অংশ বলে মন্তব্য করেছেন দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক মারা গে।
সাধারণ মানুষের প্রয়োজনীয় প্রায় সবকিছুতেই এর প্রভাব পড়বে বলেও জানান এই সাংবাদিক।
অপছন্দের ফেডারেল কর্মকর্তাদের সরিয়ে দিতেই ডোজের এমন কর্মকা- কিনা তা নিয়ে শঙ্কার কথা জানান, সাবেক ফেডারেল প্রসিকিউটর পল বাটলার।
তবে ডোজের এই কাটছাঁটকে ক্ষতিকর মনে করছেন না অনেক বিশ্লেষক। শার্ক ট্যাঙ্ক তারকা কেভিন ও’লিয়ারি তাদের একজন।
অযোগ্যদের খুঁজে বের করতে, ইলন মাস্ক এবং তার দলের আরও গভীরে যাওয়া উচিত বলেও মনে করেন কেভিন।
 

শেয়ার করুন: