
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের কারারক্ষীদের ধর্মঘট ধর্মঘট অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের এক বিচারপতি। গভর্নর ক্যাথি হোকুল এই কর্মবিরতিকে অবৈধ হিসেবে অভিহিত করার পর আদালত এই রায় দিলো।
রাজ্যের সুপ্রিম কোর্ট বিচারপতি ডোনা এম. সিওয়েক তার রায়ে বলেন, ইউনিয়নের অনুমতি না নিয়ে কারা কর্মকর্তারা যে ধর্মঘট করছেন তা পাবলিক টেলর ল হিসেবে পরিচিত পাবলিক এমপ্লোয়িস ফেয়ার এমপ্লোয়মেন্ট অ্যাক্টের লঙ্ঘন।
উল্লেখ্য, সোমবার হঠাৎ করেই রাজ্যের ৩০টি কারাগারে ধর্মঘট শুরু হয়।
এই ধর্মঘটের বিরুদ্ধে ডেমোক্র্যাট গভর্নর মামলা দায়ের করেন। তিনি তার আবেদনে জানান, নিউইয়র্কের আইনে এ ধরনের ধর্মঘট নিষিদ্ধ। তিনি মামলায় ধমঘটীদের কাজে ফেরার আদেশ দিতে আদালতকে অনুরোধ করেন।
কারা কর্মকর্তারা কারাগারের ভেতরে কাজের পরিবেশের প্রতিবাদে এই ধর্মঘট শুরু করে। এই প্রেক্ষাপটে কারাগারে থাকা বন্দী এবং অন্যান্য স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে গভর্নর বুধবার কারাগারগুলোর জন্য সাড়ে তিন হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেন।
তিনি এক বিবৃতিতে বলেন, এই ঝামেলা সৃষ্টিকারী ও অনুমোদনহীন কর্মবিরতি অবশ্যই প্রত্যাহার করতে হবে। এটি কারাগারে তাদের সহকর্মী, কারাগারের অধিবাসী এবং আশপাশের লোকজনের জন্য ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছে।
তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা এই অবৈধ ধর্মঘট সমস্যার সমাধান করতে পারব। আর যে হাজার হাজার কারা কর্মকর্তা তাদের কাজ অব্যাহত রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখায় আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি।’
তিনি বলেন, ধর্মঘটী কারা কর্মকর্তারা যাতে তাদের কাজে ফিরে যান, সেজন্য তিনি মধ্যস্ততাকারী হিসেবে মার্টি শিনম্যানকে নিয়োগ করেছেন।
এছাড়া দায়িত্ব পালন অব্যাহত রক্ষাকারীদের জন্য নির্বাহী আদেশে অতিরিক্ত ওভারটাইম মঞ্জুর করার ব্যবস্থাও করা হয়।