
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটি কাউন্সিলের বেশ কয়েকজন প্রগ্রেসিভ সদস্য নিউইয়র্ক পুলিশ বিভাগের গ্যাং ডাটাবেজকে অপরাধমুখী হিসেবে অভিহিত করে এটি ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।
সরকারিভাবে ‘ক্রিমিনাল গ্রুপ ডাটাবেজ’ হিসেবে অভিহিত এই তথ্যভা-ার অনুসন্ধানী হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।
পাবলিক অ্যাডভোকেট জুমান উইলিয়ামস এবং তার কাউন্সিল মিত্ররা াবি করেছেন, এই ডাটাবেজ অনেকটাই বর্ণবাী। কারণ এই তালিকায় থাকা প্রায় সবাই কৃষ্ণাঙ্গ বা ল্যাতিনো।
তবে ভিন্নমতও রয়েছে। মেয়র এরিক অ্যাডামসহ অনেকেই াবি করছেন, এসব লোকের হামলার শিকাররে ৯৬ ভাগই শ্বেতাঙ্গ। এ বিষয়টিও মাথায় রাখা দরকার।