বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মিউনিসিপ্যাল ইউনিয়ন ডিসি ৩৭-এর আয়োজন

মামলার শঙ্কায় পিছু  হটলেন অ্যাডামস

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

মামলার শঙ্কায় পিছু  হটলেন অ্যাডামস

ছবি: সংগৃহীত

মামলার শঙ্কার মধ্যে মেয়র এরিক অ্যাডামস শেষ মুহূর্তে ডেমোক্র্যাটিক প্রাইমারি চ্যালেঞ্জারদের সাথে উচ্চ পর্যায়ের একটি ফোরাম থেকে সরে দাঁড়ালেন।লোয়ার ম্যানহাটানে নিউইয়র্ক সিটির বৃহত্তম মিউনিসিপ্যাল ইউনিয়ন ডিসি ৩৭-এর আয়োজনে ইভেন্টটি থেকে সন্ধ্যা ৬টার কিছু আগে হঠাৎ করেই সরে যাওয়ার ঘোষণা দেন অ্যাডামস।

ইউনিয়ন মুখপাত্র থেয়া সেটারবো এক বিবৃতিতে বলেন, ‘মেয়র অ্যাডামস আমাদের অবগত করেছেন যে আইনজীবীদের পরামর্শে তিনি এই ফোরামে অংশ নিচ্ছেন না। তবে আমরা পরিকল্পনা অনুযায়ী অন্য প্রার্থীদের কথা শুনব। জানতে চাইব, কেন নিউইয়র্ক সিটির জন্য তারা নিজেদের সেরা প্রার্থী মনে করেন।’
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে যেসব গুরুত্বপূর্ণ ইউনিয়ন অ্যাডামসকে সমর্থন করেছিল, তার অন্যতম ছিল এই ডিসি ৩৭। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শ্রমিকদের এ গ্রুপটি সাম্প্রতিক সময়ে আর অ্যাডামসকে সমর্থন দিচ্ছে না।
অ্যাডামসের সাথে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তার আইনজীবীরা তাকে জানিয়েছেন যে ঐতিহাসিক ফেডারেল ফৌজদারি মামলা তার বিরুদ্ধে আনা হচ্ছে। ফলে এখন তাকে ওই ফোরাম থেকে বিরত থাকাই উচিত।
গত সপ্তাহে অ্যাডামস এই ফোরামে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলন। তখন মনে হয়েছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার বিভাগ তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মামলাটি থেকে থেকে অব্যাহতি দেবে। কিন্তু ম্যানহাটনের ফেডারেল বিচারক ডেল হো বলেন, রায় দেওয়ার আগে তৃতীয় পক্ষের আইনগত বিশেষজ্ঞের কাছ থেকে বক্তব্য শুনতে চান। আর ওই শুনানি মার্চের আগে হচ্ছে না বলেই মনে হচ্ছে।
মাথার ওপর মামলার শঙ্কা ঝুলতে থাকায় অ্যাডামস সম্ভবত এ ধরনের অন্য কোনো ফোরামেও যোগ দেবেন না বলে মনে হচ্ছে।
ডিসি ৩৭ আয়োজনে শত শত ইউনিয়ন সদস্য যোগ দেবেন। তারা স্টেট সিনেটর জেসিকা র‌্যামোস ও জেলনর ম্যারি, সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, স্টেট অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি, সাবেক অ্যাসেম্বলি সদস্য মাইকেল ব্ল্যাক ও সাবেক সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গারের কথা শুনবেন।
তবে মেয়র পদে সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জার হতে পারেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো। এছাড়া কাউন্সিল স্পিকার আড্রিন অ্যাডামসও নির্বাচন করার কথা ভাবছেন। এ দুজন অবশ্য এই ফেরামে অংশ নিচ্ছেন না।
 

শেয়ার করুন: