বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ট্রাম্পকে চ্যালেঞ্চ  করলেন হোকুল!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পকে চ্যালেঞ্চ  করলেন হোকুল!

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের মধ্যে কি আইনি ও রাজনৈতিক লড়াই শুরু হচ্ছে? ২১ মার্চের মধ্যে কনজেশন প্রাইসিং টোল সংগ্রহ থেকে বিরত থাকার জন্য ফেডারেল হাইওয়ে অ্যাডমিস্ট্রেশন (এফএইচডব্লিউএ) নির্দেশ দেওয়ার প্রেক্ষাপটে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এফএইচডব্লিউএ নির্বাহী পরিচালক গ্লোরিয়া শেফার্ড নিউইয়র্ক রাজ্য পরিবহন বিভাগ, নিউইয়র্ক সিটি পরিবহন বিভাগ, এমটিএ ব্রিগেড ও টানেলকে জানিয়েছে যে তাদেরকে অবশ্যই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট টোলিং প্রোগ্রাম এলাকার মধ্যে ফেডারেল সহায়তাপুষ্ট মহাসড়কগুলো থেকে টোল সংগ্রহ বন্ধ করতে হবে।
ট্রাস্পের এফএইটডব্লিউএ গত সপ্তাহে প্রথমবারের মতো কনজেশন প্রাইস বাতিল করার ঘোষণা দিয়েছিল। কিন্তু হোকুল ও এমটিএ সাথে সাথে এর প্রতিবাদ করে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে।
বুধবার হোকুলের মুখপাত্র বলেন, ‘সেক্রেটারি ডাফি যত খুশি চিঠি পাঠাতে পারেন। তবে ক্যামেরা থাকবেই। এমটিএ ইতোমধ্যেই মামলা করেছে। আমরা জয়ী হবো বলে আশা করছি।
তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পস্ট : এটি ন্যায়সঙ্গত নির্দেশ নয়।’
আইনি লড়াইয়ের প্রেক্ষাপটে ২১ মার্চে কনজেশন প্রাইসিং বন্ধ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। 
এর আগে হোকুল এবং এমটিএ চেয়ার জানো লিবার গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে এক বৈঠক করেন। এখানে হোকুল দৃঢ়তার সাথে বলেন যে কনজেশন প্রাইসিং অব্যাহত থাকবে।
তিনি এমটিএ বোর্ড সভায় বলেন, ‘যানজন কমলে ব্যবসা বাড়বে। আমরা নিউ ইয়র্কবাসীর পক্ষে দাঁড়াব।’
তিনি বলেন, নিউইয়র্কের অধিবাসীরা পাবলিক ট্রানজিট নিয়ে কী ভোগান্তিতে রয়েছে তা ট্রাম্প এবং তার ফেডারেল কর্মকর্তারা জানেন না।
কনজেশন প্রাইসিং ৫ জানুয়ারি চালু হয়েছে।
 

শেয়ার করুন: