বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করার উদ্যোগ 

হোকুলের ¯্রফে লোক  দেখানো পরিকল্পনা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

হোকুলের ¯্রফে লোক  দেখানো পরিকল্পনা

ছবি: সংগৃহীত

মামলার মুখে থাকা মেয়র এরিক অ্যাডামসের ক্ষমতা কমানোর গভর্নর ক্যাথি হোকুলের পরিকল্পনাকে রাজ্যের অনেক আইনপ্রণেতা ¯্রফে লোক দেখানো হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প প্রশাসন মেয়রের বিরুদ্ধে ফেডারেল দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করার উদ্যোগ গ্রহণ করার প্রেক্ষাপটে কয়েকজন ডেমোক্র্যাট সদস্য গভর্নরের ক্ষমতা ব্যবহার করে অ্যাডামসকে অপসারণ করার আহ্বান জানানোর প্রেক্ষাপটে হোকুল এই ঘোষণা দেন। তবে কয়েকজন কর্মকর্তা এই উদ্যোগকে লোক দেখানো হিসেবে অভিহিত করে বলেছেন, এতে কার্যত কিছুই হবে না।
এদিকে মেয়র বলেছেন, তিনি পদত্যাগ করছেন না এবং হোকুলের প্রস্তাবিত বৃত্তাবদ্ধ করার দরকার নেই।
এক আইনপ্রণেতা মিডিয়াকে বলেন, ‘গভর্নরের কথামতো কাজ করার কোনো দরকার আমার নেই।’
অ্যাডামস চলতি বছর আবার নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামবেন বলে ধারণা করা হচ্ছে।
 

শেয়ার করুন: