বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘তাদের বিরুদ্ধে কোনো কিছু করা ঠিক হবে না‘

সেলফোন নিষেধাজ্ঞায় জয়ী হবেন হোকুল!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৪০, ২৯ মার্চ ২০২৫

সেলফোন নিষেধাজ্ঞায় জয়ী হবেন হোকুল!

ছবি: সংগৃহীত

স্কুলে শিক্ষার্থীদের সেলফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপে জয়ী হতে যাচ্ছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। স্টেট সিনেট ম্যাজোরিটি নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্সের কথাতেই তা স্পষ্ট হয়েছে। ওয়েস্টচেস্টার ডেমোক্র্যাট নেতা আন্দ্রেয়া জানিয়েছেন, ‘সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশই স্কুলে সেলফোন ব্যবহার করার পক্ষে।’ একই মনোভাব প্রকাশ করেছেন ব্রঙ্কসের ডেমোক্র্যাট ও স্টেট অ্যাসেম্বলির স্পিকার কার্ল হিস্টি। 
স্টেট বাজেটে এটিই হতে যাচ্ছে হোকুলের প্রথম জয়।

গভর্নর শিশু-কিশোরদের সামাজিক মিডিয়া ব্যবহার কমানো এবং তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঠেকাতে বেশ দৃঢ়প্রতিজ্ঞ। এর অংশ হিসেবেই তিনি স্কুলে সেলফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রায় ১৪ মিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছেন।
এ ব্যাপারে স্টেট সিনেটর জন লিউ বলেন, ‘আমি এসে সমর্থন করি। তবে আমাদের এটাও স্বীকার করে নিতে হবে যে অনেক স্কুলে ইতোমধ্যেই কিছু নীতি বাস্তবায়ন করেছে। তারা এ নিয়ে অনেক দিন ধরে আলোচনা করেছে। তাদের বিরুদ্ধে কোনো কিছু করা ঠিক হবে না।’
গভর্নর ২৫২ বিলিয়ন ডলারের ব্যয় প্যাকেজের প্রস্তাব করেছেন। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত আইনসভা আরো কয়েক বিলিয়ন ডলার ব্যয় বাড়াতে চায়।
এদিকে এমটিএর জন্য কোন পন্থায় কয়েক বিলিয়ন ডলার ব্যয় করা হবে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে ম্যানহাটনের ডেমোক্র্যাট জর্ডান রাইট বলেন, ‘এমটিএ যাতে পুরোপুরি তহবিল প্রাপ্ত হয়, তা নিশ্চিত হতে হবে। কারণ আমি ট্রেনে চলাচল করি। আমাকে ট্রেন ধরতে হয়। আমাকে বাস ধরতে হয়। এগুলোকে দারুণভাবে চলতে হয়।’
এদিকে ট্রাম্প প্রশাসন রাজ্যের স্বাস্থ্য পরিচর্যা চুক্তি ও মঞ্জুরি বাতিল করায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই খাতে নিউ ইয়র্কের ৩০০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল।
 

শেয়ার করুন: