
ছবি: সংগৃহীত
ভাড়া ফাঁকি এবং সাবওয়ে অপরাধের পরিসংখ্যান চেয়ে মার্কিন পরিবহন মন্ত্রী সিন ডাফির চিঠির কড়া জবাব দিয়েছে এমটিএ।
এমটিএ প্রধান নিরাপত্তা কর্মকর্তা মাইকেল কেম্পার জানিয়েছেন, ‘সাবওয়ে সিস্টেমে সার্বিকভাবে বড় বড় অপরাধ গত বছর ২১.৭ শতাংশ কমেছে। ডাকাতিও ব্যাপকভাবে কমেছে। আর গুরুতর অপরাধও অনেক হ্রাস পেয়েছে।’
ডাফি তার চিঠিতে সন্তোষজনক জবাব না পেলে ২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার হুমকি দিয়েছিলেন।
এ ব্যাপারে এমটিএ চেয়ার এবং সিইও জানো লিবার বলেন, ‘বাস্তবতা আসল বিষয়। আমরা আমাদের ৬০ লাখ আরোহীকে রাজনৈতিক খেলায় তালগোল অবস্থায় ফেলতে পারব না।’
নিউ ইয়র্ক পুলিশের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালে পুলিশ অফিসারদের ওপর ৭১টি হামলা হয়েছিল। কিন্তু ২৯২৪ সালে হয়েছে ১৭৯টি। এটা সকল হামলার ৩১ শতাংশ।
আর সাত শতাংশ হামলার শিকার হয়েছে ট্রানজিট শ্রমিকরা। বিষয়টির গুরুত্ব লিবার বুঝতে পেরেছেন। তিনি জানান, আরোহীদের নিরাপদ অনুভব করতে হবে। তাদের জন্য আলবানির কাছ থেকে সহায়তা প্রয়োজন।
এমটিএ মনে করছে, আধুনিক ট্রানস্টিল হামলা কমাতে সহায়তা করতে পারে। চলতি বছর ২০টি স্টেশনে এগুলো স্থাপন করা হতে পারে। এজন্য চারটি কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে।