শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্ক সিটি  পাবলিক স্কুলে ৪  হাজার নতুন শিক্ষক নিয়োগ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১২, ১১ এপ্রিল ২০২৫

নিউইয়র্ক সিটি  পাবলিক স্কুলে ৪  হাজার নতুন শিক্ষক নিয়োগ

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলগুেিলাতে প্রায় চার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। মেয়র এরিক অ্যাডামস চলতি সপ্তাহের প্রথম দিকে স্কুলস চ্যান্সেলর মেলিসা আভিলেস-র‌্যামোসের সাথে বৈঠক করার পর আগামী স্কুলবর্ষে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা দেন।

মেয়র ও স্কুলস চ্যান্সেলর সিটির স্কুলগুলোর ৬০ শতাংশ তথা ৭৫০টি স্কুলে ৩,৭০০ নতুন শিক্ষক নিয়োগ করার কথা জানান।
রাজ্য ম্যান্ডেট দিয়েছে যে ২০২৮ সাল নাগাদ কে-৩-এ ২০ জন, গ্রেড ৪-৮ গ্রেডে ২৩ জন, হাই স্কুলগুলোতে ২৫ জন পর্যন্ত শিক্ষার্থী সীমিত থাকবে।
আর নতুন শিক্ষকের জন্য অর্থ মেয়রের নির্বাহী বাজেট থেকে আসবে। ফলে ঠিক এখনই কোনো নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না।
অ্যাডামস বলেন, ‘শিক্ষকদের মর্যাদা অনুযায়ী বেতন দিতে হবে, যাতে করে তারা তাদের শিশুদের মানসিক বিকাশের কাজ করার সময় আর্থিক সমস্যা নিয়ে দুশ্চিন্তায় থাকতে না হয়।’
তবে শিক্ষার্থীদের আরো কিছু সমস্যার দিকে অনেকে দৃষ্টি আকর্ষণ করেছেন। গ্রুপ ক্লাস সাইজ ম্যাটার্স-এর নির্বাহী পরিচালক লিওনি হেইমসন বলেন, যে ঘোষণাটি দেওয়া হয়েছে, তা ছোট ছোট শ্রেণীর অবয়বগত স্থানের অভাবজনিত সমস্যার সমাধান করবে না।
তিনি বলেন, ‘ধামরা জানি, অন্তত ৫০০ স্কুলে জায়গার সমস্যা আছে। তারা অর্ধেক শিক্ষার্থী ভর্তি করায়।
 

শেয়ার করুন: