
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র পদে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো যদি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন লাভ করেন, তবুও সিটি কম্পট্রোলার ও মেয়র প্রার্থী ব্র্যাড ল্যান্ডার তাকে সমর্থন করবেন না বলে জানিয়েছেন। এমনকি তিনি ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির প্রার্থী হিসেবে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
বামপন্থী ডব্লিউএফপিতে ল্যান্ডারের মিত্ররা জানিয়েছে, তারা নিজস্ব প্রার্থী দেবে। ২৪ জুনের প্রাইমারিতে কোমো জয়ী হলে সম্ভবত তারা ল্যান্ডার বা জোরান মামদানি বা অন্য কাউকে প্রার্থী করবে।
ল্যান্ডার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘অ্যান্ড্রু কোমো যাতে ডেমোক্র্যাটিক মনোনয়ন না পান, সেজন্য আমি চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘অ্যান্ড্রু কোমো একজন দুর্নীতিবাজ, নিন্দিত মানুষ। তাকে সিটি হলের আশপাশে থাকতে দেওয়া ঠিক নয়। তিনি মেয়র পদে অগ্রহণযোগ্য প্রার্থী।’
বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, কোমোই মেয়র পদে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তার বিরুদ্ধে নানা ধরনের আক্রমণের মধ্যে তিনি অন্য সবাইকে পেছনে ফেলে দিয়েছেন।
তার বিরুদ্ধে বেশ কয়েকটি যৌন হয়রানি এবং কোডিভ-১৯-এর সময় নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে তিনি গভর্নর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে চলেছেন।
এদিকে ল্যান্ডার ডেমোক্র্যাটিক সোসালিস্ট জোহরান মামদানিকেও করবেন না। তিনি তার ইসরাইলনীতি পছন্দ করেন না বলে জানান। উল্লেখ্য, ল্যান্ডার ইহুদি এবং লিবারেল ইহুদিবাদী।
পৃথক এক বক্তব্যে ল্যান্ডার বলেন, তিনি রিকার্স কারাগার বন্ধ করে দেওয়ার পক্ষে। তিনি এর বদলে ছোট আকারের চারটি বরাভিত্তিক কারাগার প্রতিষ্ঠার পক্ষে।