শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কোভিড পরিণত হবে  জাতীয় মহামারিতে!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:০১, ১৮ এপ্রিল ২০২৫

কোভিড পরিণত হবে  জাতীয় মহামারিতে!

ছবি: সংগৃহীত

কোভিড জাতীয় মহামারিতে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় এক স্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। মাউন্ট সিনাই হেলথ সিস্টেমের পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে থাকা ডা. ডেভিড পিউট্রিনো এই মন্তব্য করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে কোভিড নিয়ে গবেষণা করছেন।

তিনি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা দেশব্যাপী মহামারিটির ঝুঁকি কমানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছি না। তিনি কোভিড আক্রান্তদের তথ্য বিশ্লেষণ এবং সচেতনতা অভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, কোভিড-১৯ থেকে অনেকের ‘লং কোভিড’ হচ্ছে। অনেকের মধ্যে অন্তত তিন মাস ধরে লং কোভিডের উপসর্গ দেখা যায়। আবার কারো কারো মধ্যে উপসর্গগুলো আরো বেশি সময় ধরে থাকতে দেখা গেছে।
তিনি বলেন, বিভিন্ন জনের মধ্যে উপসর্গগত ভিন্নতাও দেখা যায়। এই ভিন্নতার তালিকা ২০০ পর্যন্ত দীর্ঘ হতে পারে।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৫ শতাংশ লোক এখন ‘লং কোভিডে’ আক্রান্ত। 
ডা. ডেভিড পিউট্রিনো বলেন, ‘আমরা বিজ্ঞান অনুসরণ না করলে আমাদের জাতীয় স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে।’ তিনি লং কোডিভে আক্রান্তদের ¯œায়ুবিক দুর্বলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘কারণ, আমরা মহামারি থেকে বের হয়ে এলেও লং কোভিড এখনো রয়ে গেছে।’
তিনি বলেন, ‘প্রতিটি সংক্রমণে লং কোভিডে আক্রান্ত হওয়ার শঙ্কা বাড়ে। এমনকি কোভিড থেকে সুস্থ হওয়ার পরও ভয় থেকেই যায়।’
 

শেয়ার করুন: