শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে স্পেশাল এডুকেশন ফান্ড বাড়ালেন অ্যাডামস

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:০২, ১৮ এপ্রিল ২০২৫

নিউইয়র্কে স্পেশাল এডুকেশন ফান্ড বাড়ালেন অ্যাডামস

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তার প্রস্তাবিত বাজেটে প্রাক-স্কুল বিশেষ শিক্ষার বা স্পেশাল এডুকেশন আসন এবং সম্প্রসারিত ৩-কে আসনের জন্য ১৬৭ মিলিয়ন ডলার বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন। সাবেক মেয়র বিল ডি ব্লাজিওর পাঁচটি বরায় সর্বজনীন প্রাক-কে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান অ্যাডামস।

তিনি সাবেক মেয়র ডি ব্লাজিওর প্রশংসা করে বলেন, একজন মেয়র হিসেবে ভবিষ্যতের জন্য কী রেখে গেলেন, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, শিশু শিক্ষায় ব্লাজিওর অবদান উল্লেখ করা ছাড়া কেউ মেয়র হিসেবে তার ভুমিকা প্রকাশ করতে পারে না। তিনি অনেক আগেই শিশুদের যথাযথ শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছিলেন।
আবার তার রূপরেখা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য অ্যাডামসের প্রশংসা করেন ডি ব্লাজিও।
দীর্ঘ মেয়াদি ঘাটতি দূর করার জন্য প্রশাসন গত বছরের নতুন প্রাক-স্কুল বিশেষ শিক্ষার আসনের জন্য বরাদ্দে যোগ করেছিল ৫৫ মিলিয়ন ডলার। তবে চলতি বছরের বাজেটে ওই তহবিল শুরুতে যোগ করা হয়নি। একই কথা প্রযোজ্য সম্প্রসারিত ৩-কে আসনের জন্য ১১২ মিলিয়ন ডলার বরাদ্দ করার ক্ষেত্রে।
এ ব্যাপারে স্কুলস চ্যান্সেল মেলিসা অভিলেস-র‌্যামোস মিডিয়ায় দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘অ্যাডামস প্রশাসন মানসম্পন্ন, সাশ্রয়ী প্রাক-স্কুল শিক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বলছি যে যেকোনো শিশুর যদি একটি আসনের দরকার হয়, তবে সে পাবেই। আমরা এই ওয়াদা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছি।’
উল্লেখ্য, গত মাসেও আসন না পাওয়া ছয় শতাধিক প্রাক-স্কুল শিক্ষার্থী অপেক্ষমান ছিল। শিক্ষা বিভাগ জানিয়েছে, বিশেষ শিক্ষার আসন চাওয়া শিক্ষার্থীদের আবেদন করার ৩০ দিনের মধ্যে তা প্রদান করা হয়।
 

শেয়ার করুন: