
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। ২০২০ সালে প্রতি ৩৬টি শিশুর একটি যেখানে অটিজিমে আক্রান্ত ছিল, বর্তমানে প্রতি ৩১ শিশুর একটি এর শিকার হচ্ছে বলে নতুন এক সমীক্ষায় জানা গেছে। মঙ্গলবার সিডিসি এই প্রতিবেদন প্রকাশ করেছে।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যানুযায়ী, ২০২২ সালে ৮ বছর বয়সী শিশুদের অটিজম স্পেট্রাম ডিসঅর্ডার (এএসডি) আক্রান্ত সংখ্যা ছিল প্রতি ৩১ জনের মধ্যে একজন। আর ২০২০ সালে ছিল প্রতি ৩৬ জনে একজন।
চিকিৎসা বিশেষজ্ঞরা ইতোপূর্বে বলেছিলেন, অপেক্ষাকৃত সচেতনতা, পরীক্ষা করার সুযোগ থাকায় এখন আক্রান্তদের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। তাছাড়া অটিজমের সংজ্ঞাও ব্যাপক পরিসরে হওয়ায় এটি বেড়েছে।
উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৩ সালে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে অ্যাসপারগাসেস ডিজিজ এবং একই ধরনের অন্যান্য রোগকেও অটিজমের শ্রেণিবদ্ধ করা হবে।
এর আগে হেলথ অ্যান্ড হিউম্যান সাভির্সেসের সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, ‘আমরা এই মহামারির উৎস জানতে চাই, এবং সেইসাথে একে নির্মূলও করতে চাই।’
কয়েকজন মনোরোগ বিজ্ঞানী এবং অটিজম বিশেষজ্ঞ জানিয়েছেন, এই রোগটির ব্যাপারে সচেতনতা গুরুত্বপূর্ণ বিষয়।
তবে তারা বলেন, কেন এই রোগটি বাড়ছে, সে ব্যাপারে কেনেডি এবং অন্যদের পর্যাপ্ত ধারণা নেই।