শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কের গভর্নর  প্রার্থী হচ্ছেন স্টেফানিক

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:০৮, ১৮ এপ্রিল ২০২৫

নিউইয়র্কের গভর্নর  প্রার্থী হচ্ছেন স্টেফানিক

ছবি: সংগৃহীত

রিপ. ইলিসি স্টেফানিক ২০২৬ সালে নিউইয়র্কের গভর্নর পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন। আর তার এই বিবেচনাকে ‘দারুণ’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ী হলে স্টেফানিক, ৪০, হবেন ২০০৬ সালের পর নিউইয়র্কের প্রথম রিপাবলিকান গভর্নর। ওই বছর পাটাকির বিদায়ের পর আর কোনো রিপাবলিকান জয়ী হতে পারেননি।

নির্বাচনে স্টেফানিককে মোকাবেলা করতে হবে বর্তমান গভর্নর ডেমোক্র্যাটিক দলের ক্যাথি হোকুলের। হোকুলের একটি সূত্র অবশ্য স্টেফানিককে দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে অভিহিত করেছেন।
এদিকে জানা গেছে, সেটফানিকের প্রতি রিপাবলিকান ভোটারদের বিপুল সমর্থন রয়েছে। আবার ২০২৪ সালের নির্বাচনের সময় তিনি তার গ্রামীণ এলাকায় ট্রাম্পকে পর্যন্ত হারিয়ে দিয়েছিলেন।
তার ব্যাপারে এক ব্যক্তি বলেছেন, ‘এই নারী ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত।’
জানা গেছে, স্টেফানিকের সাথে দাতারাও যোগাযোগ করছে। তারাও তার জয়ের ব্যাপারে আগ্রহী।
আবার স্টেফনিকের জন্য সুখবর হলো, নিউইয়র্কবাসী হোকুলের প্রতি সমর্থন প্রকাশ করছে না। ম্যারিস্ট ইউনিভার্সিটির এক জরিপে দেখা যায়, নিউ ইয়র্কের ৪৬ ভাগ বাসিন্দা তাকে সমর্থন দিচ্ছে না। তিনি সমর্থন পাচ্ছেন মাত্র ৩৯ শতাংশের।
তার বিরুদ্ধে অযোগ্যতা, দুর্নীতির নানা অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এসব প্রেক্ষাপটে স্টেফানিকের প্রতিদ্বন্দ্বিতা করার খবরে খুশি হয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, গত নির্বাচনে নিউ ইয়ার্কেও অনেক সমর্থন পেয়েছেন ট্রাম্প।
 

শেয়ার করুন: