ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং ক্রেডিট কার্ড ব্যবহারের দাম বাড়ার ফলে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। এর প্রভাবে ডিসেম্বরেও খুচরা বিক্রি হ্রাস পেয়েছে। এমনকি বছরের শেষ মাসটিতে খুচরা বিক্রি ১.১ ভাগ কমে গেছে। ২০২২ সালে ডিসেম্বরেই বিক্রি সবচেয়ে বেশি কমেছে।
নভেম্বরে বিক্রি কমেছিল ১ ভাগ। ডিসেম্বরেই কমেছে সবচেয়ে বেশি। আবার অক্টোবরে বিক্রি বেড়েছিল ১.৩ ভাগ।
গাড়ি ঋণে সুদের হার বাড়ায় গাড়ি বিক্রি হ্রাস পেয়েছে।
ডিসেম্বরে ২০২২ সালে সপ্তমবারের মতো ফেড ইন্টাররেস্ট রেট বাড়ে। আর এটিই ব্যয় হ্রাস করে, মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয়। ডিসেম্বরে বিক্রি কমার আরেকটি কারণ হলো অক্টোবরেই তাদের উপহার কেনা শুরু করে দিয়েছিল।
মাসওয়ারি হিসাব অনুযায়ী নভেম্বর থেকে ডিসেম্বরে পণ্যমূল্য সত্যিকার অর্থে ০.১ ভাগ কমেছে। ২০২০ সালের মে মাসের পর এই প্রথম দাম কম। তবে সেটাও ক্রয়ের সক্ষমতা বেশির ভাগ লোকের নেই।
মুডির ভাইস প্রেসিডেন্ট মিতি চাধা এক প্রতিবেদনে বলেন, ক্রেতারা আগামী মাসগুলোতে কেনাকাটার ব্যাপারে আরো সতর্ক হবে। ফলে নতুন বছরের প্রথমার্ধে খুচরা বিক্রি সার্বিকভাবে কমে যাবে।
এক পরিসংখ্যানে দেখা যায়, ইলেকট্রনিক্স ও অ্যাপ্লিয়ান্স দোকানগুলোতে বিক্রি কমেছে ১.১ ভাগ, আসবাবপত্র ও গৃহসজ্জা দোকানে কমেছে ২.৫ ভাগ। আর ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে কমেছে ৬.৬ ভাগ। অনলাইনে বিক্রি কমেছে ১.১ ভাগ। রেস্তোরাঁগুলোতেও বিক্রি হ্রাস পেয়েছে।
এই অবস্থা থেকে মুক্তি পেতে অনেক দোকানই ব্যাপকভাবে ডিসকাউন্ট দিচ্ছে। তারা আশা করছে, এর ফলে লোকজন বেশি বেশি ক্রয় করবে।