বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৭ মিনিটে হ্যাটট্রিক করিম বেনজেমার!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:২৯, ৩ এপ্রিল ২০২৩

৭ মিনিটে হ্যাটট্রিক করিম বেনজেমার!

ফাইল ছবি

২৯ থেকে ৩৬, সময়ের হিসেবে মাত্র ৭ মিনিট। ভাইয়াদলিদের বিপক্ষে হ্যাটট্রিক করার জন্য এই সময়টুকুই নিলেন করিম বেনজেমা। এই ফরাসি ফরোয়ার্ডের হ্যাটট্টিকে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৪ গোল দিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ২২ মিনিটে মার্কো অ্যাসেনসিওর পাস থেকে গোল করে দলকে শুরুতে এগিয়ে এনে দেন রদ্রিগো। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এনে দেয়া লিডকে ২৯ মিনিটে দিগুণ করেন বেনজেমা। এর ৩ মিনিট পর আবারও প্রতিপক্ষের জাল খুঁজে পান এই অভিজ্ঞ ফরোয়ার্ড। দুবারই তাকে অ্যাসিস্ট করেছে ভিনিসিয়াস জুনিয়র।

কিন্তু এতেও ক্ষুধা কমেনি বেনজেমার। ২ গোল করার মিনিট চারেক পর রদ্রিগোর পাস থেকে আবারও গোলের দেখা পান তিনি। আর তাতেই ম্যাচের ৩৬ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরাসি। রিয়ালের হয়ে এবারই প্রথম তিনি প্রথমার্ধে হ্যাটট্রিকের স্বাদ পেলেন। 

তার দুর্দান্ত পারফরম্যান্সে রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা ভাইয়াদলিদের। প্রথমার্ধ শেষে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে আছে রিয়াল। 

শেয়ার করুন: