ফাইল ছবি
বুধবার মাঠে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপের ২০২৩ সালের আসর। অতীতের মতো এবারও সাতটি দল আসরে অংশ নিচ্ছে।
ক্লাব বিশ্বকাপের এবারের আসর হবে সৌদি আরবে। প্রতিযোগিতায় ছয় মহাদেশের চ্যাম্পিয়ন ক্লাবগুলোর সঙ্গে থাকছে আয়োজক দেশের একটি ক্লাব।
বর্তমান ফরম্যাট অনুসারে এটাই হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের শেষ আসর। ২০২৫ সালে পরের আসর হবে যুক্তরাষ্ট্রে। সেই আসরে খেলবে ৩২টি ক্লাব।
এবারের ক্লাব বিশ্বকাপে খেলবে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। বাকি মহাদেশীয় ৬টি ক্লাব হলো- ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি, ব্রাজিলের ফ্লুমিনেন্সে, জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস, মিশরের আল আহলি, মেক্সিকোর লিওন ও নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি।
ক্লাব বিশ্বকাপের এবারের আসরে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৫০ লাখ ডলার। আর রানার্সআপ দল পাবে ৪০ লাখ ডলার।
ক্লাব বিশ্বকাপের সূচি (বাংলাদেশ সময় অনুসারে)
প্রথম ১৩ ডিসেম্বর মঙ্গলবার ইত্তিহাদ-অকল্যান্ড রাত ১২টা
দ্বিতীয় ১৫ ডিসেম্বর শুক্রবার লিওন-উরাওয়া রাত ৮টা ৩০ মিনিট
দ্বিতীয় ১৬ ডিসেম্বর শুক্রবার আহলি-ইত্তিহাদ/অকল্যান্ড রাত ১২টা
সেমিফাইনাল ১৯ ডিসেম্বর সোমবার ফ্লুমিনেন্সে-দ্বিতীয় রাউন্ডের জয়ী রাত ১২টা
সেমিফাইনাল ২০ ডিসেম্বর মঙ্গলবার ম্যান সিটি-লিওন/উরাওয়া রাত ১২টা
তৃতীয় স্থান নির্ধারণী ২২ ডিসেম্বর শুক্রবার সেমিফাইনালের দুই পরাজিত দল রাত ৮টা ৩০ মিনিট
ফাইনাল ২৩ ডিসেম্বর শুক্রবার সেমিফাইনালের দুই জয়ী দল রাত ১২টা